৮ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সদের বিক্ষোভ মিছিল

Date: 2025-11-27
news-banner

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:

স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ বাতিলসহ আট দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)। বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বর থেকে কালো ব্যাজসহ বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে সমাবেশে পরিণত হয়।

নার্সরা ঘোষণা দেন-৩০ নভেম্বর প্রতীকী শাটডাউন এবং ২ ডিসেম্বর থেকে দাবি না মানা পর্যন্ত দেশের সব স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউন পালন করা হবে।

তাদের মূল দাবির মধ্যে রয়েছে অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি ও অর্গানোগ্রাম অনুমোদন, উচ্চতর পদে পদোন্নতি, সুপারভাইজার ও ইনস্ট্রাক্টর পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা সনদের স্নাতক সমমান প্রদান, প্রফেশনাল বিসিএস চালু, বেসরকারি প্রতিষ্ঠানে বেতন কাঠামো নির্ধারণ, ঝুঁকিভাতা প্রদান এবং পর্যাপ্ত নার্স-মিডওয়াইফ নিয়োগ।

Leave Your Comments