বাউফলে একসাথে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ

Date: 2026-01-10
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালীর বাউফলে মাদ্রাসায় পড়ুয়া নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে একই সঙ্গে ধর্ষণের অভিযোগ উঠেছে অনিক (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (১০জানুয়ারি) রাতে এ বিষয়ে বাউফল থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৭জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর ইউনিয়নের গোসিংগা ও বিলবিলাস গ্রামের দুই বান্ধবী মাদ্রাসায় রওয়ানা করে আসেন। এর পর তারা আর বাড়ি ফিরে যাননি। ওই ঘটনার পরে দুই পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট মাদ্রাসায় এসে খোঁজ নিয়ে জানতে পারেন তারা মাদ্রাসায় আসেন নাই। বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে তাদের না পেয়ে শনিবার (৮জানুয়ারি) দুপুরে পরিবারের সদস্যরা বাউফল থানায় সাধারণ ডায়রী করেন।

দুই শিক্ষার্থীরা জানান, অনিক তার বান্ধবীকে বাসায় ডাকেন। পরে তার বান্ধবী  অপর এক সহপাঠীকে নিয়ে ছেলের বাসায় যায়। সেখানে অনিক তাদের দুই বান্ধবীকেই ধর্ষণ করেন। পরে তারা বাউফল থানায় এসে অভিযোগ দেন। এর আগে তারা উপজেলার নূরজাহান গার্ডেন সহ বিভিন্ন স্থানে একই সাথে অবস্থান করেছিলেন।

অভিযুক্ত অনিক ঘটনার পর পলাতক রয়েছেন। তিনি উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছিদ্দিকুর রহমান জানান, ভিকটিম দু'জন শিক্ষার্থী থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

Leave Your Comments