অস্ট্রেলিয়ান সিনেটে বোরকা পরে প্রবেশে, তুমুল বিতর্ক

Date: 2025-11-25
news-banner

বিশ্ব ডেক্স:

অস্ট্রেলিয়ার সংসদের উচ্চকক্ষ সিনেটে সোমবার এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়, যখন ডানপন্থী ‘ওয়ান নেশন’ দলের নেত্রী পলিন হ্যানসন কালো বোরকা পরে অধিবেশনকক্ষে প্রবেশ করেন। তার এই আচরণে সহকর্মী আইনপ্রণেতারা সরাসরি ক্ষোভ প্রকাশ করে একে ‘বর্ণবাদী’, ‘অসম্মানজনক’ এবং ‘ঝুঁকিপূর্ণ’ বলে আখ্যা দেন।

বিল উত্থাপন আটকে দেওয়ার কয়েক মিনিট পরই হ্যানসন বোরকা পরে নিজের আসনে বসে পড়েন। দীর্ঘদিন ধরে তিনি অস্ট্রেলিয়ায় পূর্ণ মুখাবরণ নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন এবং সোমবারও একই বিষয়ে একটি বিল উত্থাপন করতে চেয়েছিলেন। বিল আটকে দিলে তিনি এভাবে প্রতিবাদ জানান।

অস্ট্রেলিয়ান গ্রীন্স দলের সেনেট অধিনায়ক লারিসা ওয়াটারস বলেন, এটা ধর্মীয় মানুষদের প্রতি চরম অসম্মান। তিনি আরও বলেন, এটি বর্ণবাদী এবং ঝুঁকিপূর্ণ আচরণ।

সরকারি দলের সিনেট নেতা ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ংও হ্যানসনের কর্মকাণ্ড নিন্দা করে বলেন, এই কক্ষে প্রবেশ করা আমাদের জন্য দায়িত্বের বিষয়। আমরা বিভিন্ন বিশ্বাস ও পটভূমির মানুষের প্রতিনিধিত্ব করি, তাই সম্মান বজায় রাখা জরুরি।

হ্যানসন বোরকা খুলতে অস্বীকৃতি জানালে অধিবেশন স্থগিত করা হয়। উল্লেখ্য, এটি প্রথম ঘটনা নয়; ২০১৭ সালেও তিনি নিরাপত্তার অজুহাতে বোরকা পরে সিনেটে প্রবেশ করে বিতর্ক সৃষ্টি করেছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, বোরকা ‘নিরাপত্তা ঝুঁকি’।

ইসলাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জন্যও তিনি সমালোচিত। তিনি একাধিকবার বলেছেন যে ইসলাম ‘অস্ট্রেলিয়ান সংস্কৃতির সঙ্গে অসঙ্গত’। সাম্প্রতিক এক জরিপে তার দল ‘ওয়ান নেশন’ প্রায় ১৮ শতাংশ সমর্থন পেয়েছে-এটি দলের এখন পর্যন্ত সর্বোচ্চ সমর্থন।

এরই মধ্যে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ান সরকারের একজন দূত স্বীকার করেন, দেশটিতে ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ মোকাবিলায় সরকার ব্যর্থ হচ্ছে।

Leave Your Comments