বাউফলে নারী নির্যাতন প্রতিরোধে ওঠান বৈঠক

Date: 2025-12-04
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালী বাউফলে আন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ পালিত হচ্ছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকালে উপজেলার বাউফল ইউনিয়ন বিলবিলাস এ ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

0SxJa2V.jpeg

উন্নয়ন সংস্থা স্পিড ট্রাস্ট আয়োজনে বৈঠকে ধারনা পত্র পাঠ করেন আয়শা বেগম। স্পিড ট্রাস্ট ফিল্ড ফেসিলিটেটর  সাইফুল ইসলাম পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, তথ্য অফিসার মরিয়ম বেগম, ইউপি মেম্বার আনোয়ার হোসেন খান। স্পিড ট্রাস্ট কর্মী সালমা বেগম  ওঠান বৈঠকে এলাকার নারী ও শিশু নির্যাতনে পর্যালোচনা করেন। এবং আগামী দিনগুলোতে নারী শিশু নির্যাতন মুক্ত গ্রাম গড়ার প্রতিশ্রুতি নিয়ে পোষ্টার প্রদর্শন ও শ্লোগান দেন।

l2pbLir.jpeg

স্পিড ট্রাস্ট ফিল্ড ফেসিলিটেটর সাইফুল ইসলাম  বলেন, এএলআরডি (মিজেরিয়া) সহযোগিতায় ইচ্ছে প্রকল্পের মাধ্যমে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ, নাজিরপুর ও বাউফল ইউনিয়নে ভূমিস্বত্ব ইস্যু নিয়ে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এ প্রকল্পের ১২ টি জন সমবায় গ্রুপ রয়েছে। গ্রুপের মধ্যে সচেতনতার লক্ষ্যে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ পালন করছে।

Leave Your Comments