বাউফলে পাবলিক লাইব্রেরীর উদ্বোধন

Date: 2025-11-24
news-banner

পটুয়াখালী প্রতিনিধি :

দীর্ঘ কয়েকযুগ পর পটুয়াখালী বাউফলের পাবলিক লাইব্রেরীভবন উদ্বোধন হয়েছে। সোমবার (২৪) নভেম্বর দুপুর ১টায় বাউফল পাবলিক মাঠসংলগ্ন লাইব্রেরীটি উদ্ধোধন করে শিক্ষার্থী সহ সকল পাঠকদের জন্য উন্মুক্ত করে দেন ইউএনও আমিনুল ইসলাম। ওই সময় তিনি বলেন, অলস মস্তিস্ক শয়তানের কারখানা। সেখান থেকে বেড় হয়ে তারা জ্ঞান চর্চায় নিমগ্ন হতে পারবে। তিনি আরও বলেন, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা রক্ষণাবেক্ষণের পাশাপাশি সকল শিক্ষার্থী ও তরুন রাজনীতিবিদদের মেধা বিকাশে এগিয়ে নিয়ে আসবেন।

স্থানীয় সমাজকর্মী ও সাংবাদিক শিবলী সাদিক বলেন, লাইব্রেরীটি কয়েক দশক বন্ধ থাকার পরে ২০১৫ সালের দিকে ভবন কাজ নির্মাণ শুরু হয়।  ২০১৭ সালে নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হলেও  সামাজিক রাজনৈতিক কারনে পাঠাগারটি বন্ধ ছিলো। এটি উন্মুক্ত হওয়ায় মেধা বিকাশের পাঠশালায় মেধাবীদের মিলন মেলা হবে। অসামাজিক অনৈতিক পথ ছেড়ে তরুনরা সরল পথ ও আলোর পথের দেখা পাবে।

এর আগে ১ম দাতা ও পাঠক হিসাবে বাউফল উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা বিভিন্ন লেখকের বই ও জামায়াতে ইসলামীর নিজস্ব সংকলিত লেখা "২য় স্বাধীনতার"বই  লাইব্রেরীতে প্রদান করেন ছাত্রশিবিরের নেতা কর্মীরা।

আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, শিবির সভাপতি  লিমন হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান ও বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামানসহ স্থানীয় সুধি সমাজের ব্যক্তিবর্গ।

Leave Your Comments