কুষ্টিয়ায় কথা-কাটাকাটির দ্বন্ধে গুলিবর্ষণ

Date: 2025-11-24
news-banner

দৌলতপুর কুষ্টিয়া সংবাদদাতা:

কুষ্টিয়ার দৌলতপুরে সামান্য দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বাকবিতণ্ডার জেরে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। যদিও এতে কেউ হতাহত হয়নি, তবে হঠাৎ গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সাদীপুর গ্রামের পিয়ারুলের ছেলে পাপ্পু (৩০) তার ভাড়ায় চালিত স্টিয়ারিং বগাড়ি নিয়ে কল্যাণপুর এলাকার মহাব্বত (৪২)-এর মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়।

পরে সকাল সাড়ে ১০টার দিকে কল্যাণপুর এলাকা থেকে মহাব্বত, ছপের ও মোকলেছের নেতৃত্বে ২০–৩০ জন লোক লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সাদীপুর গ্রামে ঢুকে পড়ে। তারা গ্রামবাসীর মাঝে ভয়-ভীতি ছড়ানোর উদ্দেশ্যে এক রাউন্ড গুলি ছোড়ে। হঠাৎ গুলির শব্দে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন চারদিকে ছোটাছুটি শুরু করে। স্থানীয় কয়েকজন নারী সামনে এগিয়ে আসলে সশস্ত্র ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক এসে এক রাউন্ড গুলি ছুটছে ঘটনাস্থল পরিদর্শন করেছে বন্ধ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments