দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী

Date: 2025-12-04
news-banner

অনলাইন ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। লন্ডন বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, তিনি ইতোমধ্যে লন্ডনের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে চেক-ইন সম্পন্ন করেছেন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তার ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।

সূত্রগুলো আরও জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে বলে জানিয়েছে দলটির প্রেস উইং। বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, কাতারের আমিরের বিশেষ ব্যবহারের জন্য নির্ধারিত যে এয়ার অ্যাম্বুল্যান্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল, সেটিতে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় যাত্রা আপাতত স্থগিত হয়েছে।

এর আগে বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা শুক্রবার সকালে যাত্রার সম্ভাবনা ছিল।


তথ্যসূত্র- বিডিপ্রতিদিন

Leave Your Comments