প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস

Date: 2025-12-01
news-banner

অনলাইন ডেক্স:

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করার দাবি বাস্তবায়িত হবে বলে আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে তিনি জানিয়েছেন, বিষয়টি এখনো নন-অফিশিয়াল এবং আলোচনাধীন।

গতকাল রবিবার ভোলার মনপুরা উপজেলায় তিনি এসব কথা বলেন। শিক্ষকদের চলমান আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের এই দাবি বাস্তবায়িত হবে। তাই আন্দোলন থেকে সরে এসে বার্ষিক পরীক্ষা নেওয়ার অনুরোধ করছি।

উপদেষ্টা আরও বলেন, সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে ১১তম গ্রেডের দাবিতে আন্দোলন করছেন। আমরা তাদের দাবির সঙ্গে সহমত। নন-অফিশিয়াল কথাবার্তার মাধ্যমে জানতে পেরেছি, তাদের দাবি বাস্তবায়ন হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠিত বেতন কমিশনেও আমরা বিষয়টি উল্লেখ করেছি এবং অব্যাহতভাবে যোগাযোগ রাখছি।

তিনি জানান, ১১টি শিক্ষক সংগঠন ইতোমধ্যে পরীক্ষা সামনে রেখে কর্মসূচি স্থগিত করেছে। বাকি সংগঠনগুলোকেও একই সিদ্ধান্ত নিতে আহ্বান জানান তিনি।

এদিকে রবিবার (৩০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড উভয় দাবি যৌক্তিক হিসেবে বিবেচিত হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বেতন উন্নীতকরণ বিষয়ে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে-কমিশনের সঙ্গে আলোচনা চলছে। পে-কমিশনের কার্যক্রম চলমান রয়েছে এবং তাদের প্রতিবেদন পাওয়ার পর অর্থ বিভাগ পরবর্তী পদক্ষেপ নেবে।

তথ্যসূত্র- কালেরকন্ঠ

Leave Your Comments