ইসলাম ডেক্স:
মানুষের জীবনে রিজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
কেউ মনে করেন রিজিক একমাত্র উপার্জনের ওপর নির্ভরশীল, আবার কেউ বিশ্বাস করেন ভাগ্যই
সব ঠিক করে দেয়। কিন্তু ইসলাম রিজিক সম্পর্কে যে সামগ্রিক ও ভারসাম্যপূর্ণ ধারণা দিয়েছে,
তা একই সঙ্গে ঈমান, নৈতিকতা, আমল এবং মানুষের প্রতি দায়িত্বকে সমান গুরুত্ব দেয়। নবী
করিম (সা.) এর বহু সহিহ হাদিসে রিজিক সম্পর্কে এমন দিকনির্দেশনা পাওয়া যায়, যা মানুষের
দুশ্চিন্তা কমায়, আশা জাগায় এবং হালাল উপার্জনে উৎসাহ যোগায়। হাদিসে এসেছে-
রিজিক নির্ধারিত এবং হালাল উপার্জনের নির্দেশনা:
রাসুলুল্লাহ (সা.) বলেন, কোনো বান্দা তার নির্ধারিত রিজিক সম্পূর্ণ পাওয়ার আগ পর্যন্ত
মৃত্যুবরণ করবে না। তাই আল্লাহকে ভয় করো, সৎপথে উপার্জন করো এবং হারাম থেকে দূরে থাকো।
(ইবনে মাজাহ, হাদিস: ২১৪৪)
রিজিক মাতৃগর্ভেই নির্ধারিত- সহিহ বুখারির একটি
হাদিসে বলা হয়েছে, ফেরেশতা মানুষের জন্মের আগে লিঙ্গ, সৌভাগ্য-দুর্ভাগ্য, রিজিক এবং
আয়ু লিপিবদ্ধ করে রাখেন। (হাদিস: ৬৫৯৫)
রিজিক মানুষকে খুঁজে নেয়: রাসুলুল্লাহ (সা.) বলেন,
রিজিক মানুষকে খুঁজে বের করে, এমনকি তার ললাটলিখন থেকেও দ্রুত। (মুসনাদে ইবনে হিব্বান:
৩২৩৮)
রিজিকের নিশ্চিততা- একটি ঘটনায় রাসুল (সা.) পড়ে
থাকা খেজুর একজন ভিক্ষুককে দিয়ে বলেন-তুমি যদি এখানে না থাকতে, তবুও এটি তোমার কাছে
পৌঁছাত। (সহিহুত তরগিব, হাদিস: ১৭০৫)
রিজিক বৃদ্ধির আমল-
হাদিসে রিজিক বৃদ্ধি ও জীবনে বরকত আনার জন্য দুটি
বিশেষ আমলকে গুরুত্ব দেওয়া হয়েছে-
আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করা: যে রিজিকের প্রসারতা
ও আয়ুর বৃদ্ধি আশা করে, সে যেন আত্মীয়তার বন্ধন জোরদার রাখে। (সহিহ বুখারি, হাদিস:
৫৯৫৬)
পিতা-মাতার প্রতি সদাচরণ: যে ব্যক্তি দীর্ঘায়ু ও
রিজিকের বৃদ্ধি কামনা করে, সে যেন পিতা-মাতার প্রতি সদাচরণ করে এবং আত্মীয়তার সম্পর্ক
অটুট রাখে। (সহিহ মুসলিম, হাদিস: ২৫৫৭)
রিজিকের জন্য প্রচেষ্টা প্রশংসনীয়-
রাসুল (সা.) বলেন, মানুষের কাছে হাত পাতার চেয়ে
কাঠ কেটে নিজে বহন করে বিক্রি করা উত্তম। (সহিহ বুখারি, হাদিস: ২৩৭৪)। তিনি আরও বলেন,
মানুষ নিজের হাতের উপার্জন ছাড়া উত্তম খাবার কখনো খায়নি। (সহিহ বুখারি, হাদিস: ২০৭২)
ইসলাম তাই রিজিকের বিষয়ে একদিকে আল্লাহর ওপর ভরসা
করতে নির্দেশ দেয়, অন্যদিকে হালাল পথে পরিশ্রম ও চেষ্টা করাকে উৎসাহিত করে। রিজিক নিয়ন্ত্রণ,
বৃদ্ধি এবং বরকতের প্রতিটি দিকেই রয়েছে ঈমান, নৈতিকতা এবং মানবিকতার সমন্বয়।ইসলাম পরিশ্রম
ও হালাল উপার্জনকে মর্যাদা দিয়েছে।
সূত্র-বিডিপ্রতিদিন