অনলাইন ডেস্ক:
মাদারীপুরের শিবচরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন
নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে আড়িয়াল খাঁ ব্রিজের
উপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গাগামী লেনে চলা একটি পণ্যবাহী
ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে
ঘটনাস্থলেই একজনসহ মোট তিনজন প্রাণ হারান।
ঘটনার কাছাকাছি থাকা প্রতাপ দাস নামের যাত্রী বলেন, আমি অন্য একটি গাড়িতে ছিলাম। হঠাৎ
জোরে শব্দ শুনে দেখি ভাঙ্গামুখী বাসটি সামনে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। বাসের
সামনের দিকের যাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল
ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,
ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও
দুজন মারা গেছেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত
করা যায়নি।
তথ্যসূত্র-বিডিপ্রতিদিন