৪০ বার হজ্জকরা ব্যক্তি ১৪২ বছরে ইন্তেকাল

Date: 2026-01-12
news-banner

অনলাইন ডেক্স:

সৌদি আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ১৪২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। স্থানীয় গণমাধ্যম সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ সৌদি আরবের ধাহরান আল জানুব এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাত হাজারের বেশি মানুষ অংশ নেন। পরে নিজ গ্রাম আল রশিদে তাকে দাফন করা হয়।

নাসের আল ওয়াদাইয়ের জন্ম সৌদি আরব একীভূত হওয়ারও আগে। তিনি আধুনিক সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুলআজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত একাধিক শাসকের সময়কাল প্রত্যক্ষ করেছেন। তার দীর্ঘ জীবনে সৌদি আরবের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটতে দেখেছেন তিনি।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নাসের আল ওয়াদাই গভীর ধর্মভীরুতার জন্য পরিচিত ছিলেন এবং জীবদ্দশায় ৪০ বারেরও বেশি হজ পালন করেছেন। তিনি ১৩৪ জন সন্তান ও নাতিুনাতনি রেখে গেছেন। জানা গেছে, সর্বশেষ ১১০ বছর বয়সে তিনি বিয়ে করেন এবং ওই দাম্পত্য জীবনে তার একটি কন্যাসন্তান জন্ম নেয়।

তার মৃত্যুর খবরে সৌদি আরবের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাকে বিশ্বাস, ধৈর্য ও সহনশীলতার অনন্য প্রতীক হিসেবে স্মরণ করেছেন।

 

তথ্য-জাগোনিউজ/এম ডিউক

Leave Your Comments