অনলাইন ডেস্ক:
যশোরে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ এক
পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে
সদর উপজেলার বাউলিয়া বাজার এলাকা থেকে বিজিবি’র একটি টহল দল তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম মো. ইমরান হোসেন (৪২)। তিনি সাতক্ষীরা
জেলার ইব্রাহিম হোসেনের ছেলে।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ
সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাউলিয়া বাজারের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে
ইমরানকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষভাবে লুকানো ৩৮৪.৩৮ গ্রাম ওজনের একটি স্বর্ণের
বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান হোসেন জানান, তিনি ঢাকার মালিবাগ
এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে ভারতের উদ্দেশে সাতক্ষীরা
সীমান্তের দিকে যাচ্ছিলেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ইমরান হোসেনের বিরুদ্ধে
মামলা করে তাকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র-বিডি প্রতিদিন