৭১জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশ

Date: 2025-12-29
news-banner

অনলাইন ডেক্স:

বাংলাদেশে মুক্তিযোদ্ধা না হয়েও সনদ নেওয়ার অভিযোগে ৭১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সরকার।

জানাগেছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২ এর ৬(গ) ধারা এবং রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে এসব সনদ বাতিল করা হয়েছে।

বেসামরিক, ভারতীয় তালিকাভুক্ত, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর নামে অন্তর্ভুক্ত ব্যক্তিরাও রয়েছেন বাতিল হওয়া তালিকায় ।

জামুকা সূত্র জানায়, মুক্তিযোদ্ধাদের যাচাই কার্যক্রম এখনো চলমান রয়েছে। যাচাই-বাছাইয়ে প্রমাণ হয়েছে-এই ব্যক্তিরা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, অথচ ভুয়া তথ্যের মাধ্যমে সনদ সংগ্রহ করেছিলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে কেউ ভুয়া পরিচয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।


 তথ্য- বিডি প্রতিদিন/মুহাম্মদ

Leave Your Comments