৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে মতবিনিময় করবেন ইসি

Date: 2025-11-25
news-banner

অনলাইন ডেক্স:

সুষ্ঠু ও যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ মঙ্গলবার আসন্ন ত্রয়োদশ (১৩তম) জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ও বিকেল দুই পর্বে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক জানান, সকাল সাড়ে ১০টা থেকে প্রথম পর্বে ৪০টি এবং দুপুর ২টা থেকে দ্বিতীয় পর্বে ৪১টি০-মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা হবে। নির্বাচন কমিশনাররা এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনায় উপস্থিত থাকবেন।

১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ ও নারীনেত্রীসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপ আয়োজন করেছে নির্বাচন কমিশন। গত ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর দুই সেশনে নিবন্ধিত ৪৭টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও ইসি মতবিনিময় করেছে।

ইসি জানিয়েছে, অংশীজনদের সুচিন্তিত মতামত গ্রহণের মাধ্যমেই নির্বাচনকে আরও গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক করার প্রচেষ্টা চলমান থাকবে।

তথ্যসূত্র- বিডিপ্রতিদিন

Leave Your Comments