অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা: স্বামী রাসেল গ্রেফতার

Date: 2025-12-05
news-banner

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জের মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি খাতুনকে হত্যা মামলার প্রধান অভিযুক্ত তার স্বামী রাসেল শেখকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দেবীদ্বারের চরবাকর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র্যাব-৬ ও র্যাব-১১ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাসেল শেখের বাড়ি মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে। তার পিতার নাম লয়েক শেখ। শুক্রবার সকালে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৬ জানায়, পারিবারিক কলহের জেরে রাসেল শেখ পরিবারের সদস্যদের সঙ্গে মিলে ইতিকে পরিকল্পিতভাবে হত্যা করে। পরে মরদেহ বস্তাবন্দি করে নিজেদের পুকুরের কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখা হয়। ইতি খাতুন ২৩ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ৩০ নভেম্বর সন্ধ্যায় স্থানীয়রা পুকুরে বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত গৃহবধূর ভাই মো. সেলিম বাদী হয়ে মুকসুদপুর থানায় রাসেল শেখকে প্রধান আসামি করে পরদিন একটি হত্যা মামলা দায়ের করেন।

সূত্র: বিডি প্রতিদিন

Leave Your Comments