আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন-তারেক রহমান

Date: 2025-12-25
news-banner

বিডিফেস ডেস্ক :

১৭ বছর নির্বাসন থাকার পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে তিনি সিলেটের ওসমানী বিমান বন্দরে অবতরণ করেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৩০০ ফিট সড়ক পর্যন্ত দুই পাশে জড়ো হন অগনিত বিএনপি নেতাকর্মী। বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের একটি বাসে করে গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। এ সময় বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে তিনি হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন।

বাংলাদেশে ফেরার ফেসবুকে দেওয়া এক পোস্টে মহান তারেক রহমান লেখেন,হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ। আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।

বিমানবন্দর থেকে তিনি নেতাকর্মীদের সঙ্গে বাসযোগে ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের দিকে রওনা হন। সেখানে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার পর তার মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। রাতে গুলশানের বাসভবনে ফেরার কর্মসূচি রয়েছে বলে বিএনপির মিডিয়া উইংস নিশ্চিত করেছে।

Leave Your Comments