অনলাইন
ডেক্স:
পারস্য
উপসাগরের দেশ কাতার আক্রমণাত্মক ময়না পাখির বিস্তার রোধে জোরালো অভিযান চালাচ্ছে। দেশটির
পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে শুরু হওয়া এই কর্মসূচির আওতায়
এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার ময়না পাখি ধরা হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের কর্মকর্তা
সালেহ আল-ইয়াফাই জানান, এখন পর্যন্ত ৭৩১টি বিশেষ খাঁচা ব্যবহার করে দেশের ৪৫টি নির্ধারিত
এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। আগামী মাসগুলোতে আরও নতুন এলাকায় অভিযান পরিকল্পনা
রয়েছে বলেও তিনি জানান।
সাধারণ
মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, কোথাও ময়না পাখির দল দেখা গেলে দ্রুত হটলাইনে
জানাতে হবে। পাশাপাশি গাছপালা নিয়মিত ছাঁটাই করা এবং ভবনের দেয়ালে থাকা ফাঁকফোকর
বন্ধ করার পরামর্শ দেন, যাতে পাখিগুলো বাসা বাঁধতে না পারে।
পরিবেশ
বিশেষজ্ঞদের মতে, ময়না পাখি কাতারের স্থানীয় পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে।
এদের কারণে দেশীয় পাখির প্রজাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষিজ ফসলের ক্ষতি হচ্ছে এবং মানুষের
মধ্যে সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকিও বাড়ছে। ময়না পাখির আধিক্য পরিবেশের স্বাভাবিক ভারসাম্য
নষ্ট করছে।
সূত্র:
বিডিপ্রতিদিন/এম ডিউক