আংটি ফেরত নেওয়ার বিধান কি?

Date: 2025-11-17
news-banner

মাসখানেক আগে আমার পরিবার আমার ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে পছন্দ হলে কনের পরিবারের কাছে সৌজন্যমূলকভাবে কনের জন্য একটি সোনার আংটি দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে আমাদের এ আকদটি সম্পাদিত হয়নি।  প্রশ্ন হলো- আকদের আগে বরপক্ষ যে আংটি বা গয়না দেয়, ইসলামের দৃষ্টিতে তার বিধান কী? এটা কি হেবার অন্তর্ভুক্ত?

কোনো কারণে বিয়ে না হলে কনেপক্ষ থেকে আংটি ফেরত দিতে হবে?

বরপক্ষ সে আংটি ফেরত দাবি করতে পারবে?

বরপক্ষ ফেরত দাবি করলে কনেপক্ষ কি দিতে অস্বীকৃতি জানাতে পারবে?

উপরোক্ত প্রশ্নগুলোর দলিলসহ দিকনির্দেশনা দিলে খুশি হব।

-আব্দুল্লাহ, কক্সবাজার

উত্তর : বিয়ের আকদের পূর্বে বরের পক্ষ থেকে কনের জন্য সৌজন্যমূলক যে আংটি ইত্যাদি দেওয়া হয়, তা অগ্রিম মহর হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়ে থাকলে সর্বাবস্থায় ফেরত নিতে পারবে।চাই আংটি আপন অবস্থায় বহাল থাক বা না থাক। অন্যথায় সেটা হেবা হিসেবে ধর্তব্য হবে। এ অবস্থায় কনেপক্ষ চাইলে স্বেচ্ছায় সে আংটি ফেরত দিতে পারবে, তবে ফেরত দেওয়া বাধ্যতামূলক নয় এবং বরপক্ষের তা ফেরত চাওয়া হাদিসের ভাষায় ঘৃণিত কাজ। (বুখারি, হাদিস : ২৬২১, ২৬২২; ফাতহুল বারি : ৫/২৯৪, আদ্দুররুল মুখতার : ৪/৩০১, রাদ্দুল মুহতার : ৪/৩০১)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

তথ্য সূত্র: কালেরকন্ঠ

Leave Your Comments