বান্দবনে পর্যটকের মরদেহ উদ্ধার

Date: 2025-11-17
news-banner

অনলাইন ডেক্স:

বান্দরবানের থানচির নাফাখুম ঝরনার পানিতে তলিয়ে যাওয়া পর্যটক ইকবাল হোসাইন (২৫) নিখোঁজ হওয়ার দুই দিন পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।

থানচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুল ইসলাম মৃধা জানান, মরদেহটি উদ্ধার করে থানচি উপজেলা সদরে আনা হচ্ছে। সেখানে পৌঁছাতে রাত ৯টা পর্যন্ত সময় লাগতে পারে বলেও তিনি জানান।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে ১০–১১ জনের একটি পর্যটক দল আলীকদম হয়ে থানচির তিন্দু পৌঁছায়। সেখান থেকে তারা নাফাখুমে যায়। বিকেলে ঝরনার পানিতে গোসল করতে নামলে পা পিছলে গভীর পানিতে পড়ে তলিয়ে যান ইকবাল।

থানচি থানার ওসি নাসির উদ্দিন মজুমদার বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তিনি আরও জানান, পর্যটক দলটি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের মাধ্যমে গোপনে নাফাখুম ভ্রমণে যায়। তারা পর্যটন তথ্যকেন্দ্রে নিবন্ধন করেনি এবং স্থানীয় কোনো ট্যুর গাইডও সঙ্গে নেয়নি।

তথ্যসূত্র: বিডি প্রতিদিন

Leave Your Comments