বাংলাদেশ পুলিশ কমিশন অনুমোদন

Date: 2025-12-04
news-banner

অনলাইন ডেক্স:

পুলিশ কমিশন অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন পুলিশকে আরও জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে পুলিশ কমিশন গঠনের অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

এ তথ্য জানান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

৫ সদস্যের পুলিশ কমিশন গঠিত হবে-

রিজওয়ানা হাসান জানান, অনুমোদিত অধ্যাদেশ অনুযায়ী ৫ সদস্যবিশিষ্ট একটি পুলিশ কমিশন গঠিত হবে। কমিশনের সদস্যরা হবেন-

সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক (কমিশন প্রধান)

জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন-এমন গ্রেড–১ এর নিচে নন কোনোসরকারি কর্মকর্তা।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) সমপর্যায়ের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

কোনো বিশ্ববিদ্যালয়ের কর্মরত বা অবসরপ্রাপ্ত অধ্যাপক

মানবাধিকার ও সুশাসন বিষয়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ।

কমিশনের দায়িত্ব ও লক্ষ্য

তিনি জানান, কমিশনটির প্রধান লক্ষ্য হলো-পুলিশকে জনবান্ধব ও জনমুখী করে গড়ে তোলা।

পুলিশ যেন প্রভাবমুক্তভাবে কাজ করতে পারে-এ বিষয়ে সুপারিশ প্রদান।

পুলিশের মানবাধিকার সংবেদনশীলতা বাড়াতে কী ধরনের প্রশিক্ষণ ও আধুনিকায়ন প্রয়োজন তা চিহ্নিত করা।

এ ছাড়া কমিশনের আরও দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে-

নাগরিকদের পুলিশ সংশ্লিষ্ট অভিযোগ তদন্ত ও নিষ্পত্তি করা।

পুলিশ সদস্যদের পেশাগত অভিযোগ নিষ্পত্তি করা।

Leave Your Comments