বাউফল আসনে মনোনয়ন কিনলেন ইসলামী আন্দোলন প্রার্থী

Date: 2025-12-23
news-banner

বাউফল(পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বপ্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত এমপি প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার সময় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আবদুল মালেক আনোয়ারী বলেন, বাংলাদেশে তিনশত আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। পটুয়াখালী-২ বাউফল আসনে ইসলামী আন্দোলনের আমীর আমাকে মনোনয়ন দিয়েছেন। সারা বাংলাদেশে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইসলামী মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা কায়েম করতেই আমি এই আসন থেকে প্রার্থী হয়েছি। তিনি আরও বলেন বাউফলের মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করছে।  বাউফলের জনগণ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে সেই প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ দিন দিন জনপ্রিয়তা অর্জন করছে। সাধারণ মানুষ দুর্নীতি, সন্ত্রাস ও লুটপাটের রাজনীতির বাইরে একটি বিকল্প শক্তি হিসেবে ইসলামী আন্দোলনকে দেখছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবারের মতো এবারও হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। আমি ইনশাআল্লাহ জয়ী হবো।

জামায়াতে ইসলামীর সাথে ঐক্যে করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রার্থী আনোয়ারী বলেন, আমরা দল ও আমীরের সিদ্ধান্তকে গুরুত্ব দেই। যদি আমীর আমাদেরকে ঐক্যের ঘোষনা দেন তবে তার সিদ্ধান্তই চূড়ান্ত। 

হাতপাখা প্রতীকের পক্ষে ফরম সংগ্রহকালীণ সময়ে অন্যান্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,

হাতপাখার প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী সাহেবের সাথে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি  আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার, সেক্রেটারি এইচ এম নুরুল আমিন, মুজাহিদ কমিটি ছদর মাওঃ সিরাজুল ইসলাম, শিক্ষক ফোরাম আহবায়ক অধ্যাপক কামাল হোসেন, যুব আন্দোলনের সহ-সভাপতি মাও. মশিউর রহমান, সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির, ছাত্র আন্দোলন সভাপতি এমদাদুল্লাহ আল হাদী, অধ্যাপক শহিদুল ইসলাম ও ইন্জিঃ হানিফ মিয়া,প্রমুখ।

পটুয়াখালী-২ আসনে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন হাতপাখা মার্কার এই প্রার্থী। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে বাউফল উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave Your Comments