বরিশালে প্রেমিক যুগল থেকে টাকা আদায়: দুই সাংবাদিকের কারাদণ্ড

Date: 2025-11-28
news-banner

অনলাইন ডেক্স:

বরিশাল নগরের সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ঘুরতে আসা এক প্রেমিক যুগলের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে জেলে পাঠিয়েছে আদালত। এর আগে বুধবার দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের আটক করে।

গ্রেপ্তার দুইজন হলেন-নগরীর আমানতগঞ্জ এলাকার হাসিব রহমান (২৭) ও বেলতলা এলাকার সায়েম সিকদার (২৫)।

প্রেমিক যুগল জানায়, বুধবার বিকালে চৌমাথা লেকের পাড়ে ঘুরতে গিয়ে তারা খাবার খাচ্ছিলেন। এসময় কয়েকজন যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তাদের ছবি তোলে। পরে নিউজ করার ভয় দেখিয়ে প্রথমে ১১ হাজার টাকা নেয়। এরপর আরও টাকা দাবি করলে যুগলটি থানায় বিষয়টি অবগত করে।

প্রেমিক জুটি আর জানায়, বিকালে তারা নগরের চৌমাথা লেকের পাড়ে ঘুরতে এসে খাবার খাচ্ছিলেন। তখন কয়েকজন লোক সাংবাদিক পরিচয়ে আমাদের ছবি তোলে। পরে নিউজ করার হুমকি দিয়ে আমাদের কাছ থেকে ১১ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর আরও টাকা দাবি করলে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ এসে দুজনকে আটক করলেও বাকি তিনজন পালিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার (অফিসার ইনচার্জ) ওসি মো. মিজানুর রহমান বলেন,  চাঁদাবাজির ঘটনায় দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। পলাতক অন্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বরিশাল নগরের সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ঘুরতে আসা প্রেমিক জুটিকে আটকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য ভুয়া সাংবাদিককে জেলে পাঠিয়েছেন আদালত। এর আগে বুধবার দিবাগত রাতে দুজনকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ভুয়া দুই সাংবাদিক হলেন নগরীর আমানতগঞ্জ এলাকার মো. হাসিব রহমান (২৭) ও বেলতলা এলাকার সায়েম সিকদার (২৬)। চাঁদাবাজির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনা হবে। তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

তথ্য-বিডিপ্রতিদিন

Leave Your Comments