বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল উপজেলায় পরিবেশ আইন অমান্য করে লাইসেন্স বিহীন
অবৈধভাবে পরিচালিত এম এ বি ব্রিক নামের একটি
ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ নভেম্বর) দৃপুর ১টার সময় পরিচালিত
এই অভিযানে ভাটার ম্যানেজার সহ তিন জনকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে (এম এ বি) নামের
ইটভাটা পরিচালনা করা হচ্ছিলনপটুয়াখালীর বাউফলের নুরাইনপুর এলাকায়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট
ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু। অভিযানে অংশ নেয় বাউফল থানা পুলিশের একটি
বিশেষ দল।
পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,
২০১৯ অনুযায়ী ভাটাটির অনুমোদন না থাকায় ম্যানেজার তাপস পালকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত এম এ বি ব্রিক নামের প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার
টাকা জরিমানার পাশাপাশি ইটভাটার ম্যানেজার তাপস পালকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান
করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ না করায় তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু জানিয়েছেন,
পরিবেশ দূষণকারী এবং অনুমোদনহীন সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত
থাকবে।