বাউফল (পটুয়াখালী)
সংবাদদাতা:
পটুয়াখালীর
বাউফলে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে উপজেলা জিয়া মঞ্চের নেতাকর্মীদের মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
(৬ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় ভিআইপি রোড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে জিয়া
মঞ্চের নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থী জনাব শহিদুল আলম তালুকদারের কার্যালয়ে পৌঁছান।
ওই সময় শত শত নেতাকর্মী ধানের শীষ ও আলম ভাই শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
পরে বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা
জিয়া মঞ্চের আহ্বায়ক ও সাবেক পৌর ছাত্রদলের সভাপতি মো. ফিরোজ।
আয়োজিত বৈঠক
প্রধান অতিথি ছিলেন ২০১৮ সালের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক বাউফল উপজেলা মহিলা দলের
সভাপতি এবং বিএনপি মনোনীত প্রার্থী জনাব শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলম লিলি।
সভায় অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির
সদস্য মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য ও দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী
আজম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
আব্দুর রহমান সেলিমসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া জিয়া মঞ্চের সদস্য সচিব জনাব
আনোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রধান
অতিথির বক্তব্যে সালমা আলম লিলি বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আমাদের ভোটের
জন্য মানুষের কাছে যেতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমরা
তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই এবং বাউফল থেকে ধানের শীষকে বিজয়ী করে উপহার
দিতে চাই ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমাদের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু
সবকিছু ভুলে গিয়ে একমাত্র লক্ষ্য হবে ধানের শীষের বিজয়। আজ বাউফলে কোনো গ্রুপিং নেই-সবাই
এক। জাতীয়তাবাদী পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে
ভোট দেবো। সভা শেষে তিনি সবাইকে নিজ নিজ এলাকায় গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা
চালানোর আহ্বান জানান