বাউফল পটুয়াখালী সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর
ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলে লিফলেট বিতরণ
ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার বিলবিলাস বাজারে সাবেক
সংসদ সদস্য ও জননেতা শহিদুল আলম তালুকদার এর নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি
মনোনীত প্রার্থী সালমা আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাউফল পৌর বিএনপির সভাপতি শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন
বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন এবং বাউফল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ
সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুর রহমান সেলিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা
ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের
নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান হাফিজ।
পথসভায় বক্তারা বলেন, বর্তমান
সরকারের দুঃশাসন ও দমন-নিপীড়নের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে হবে। বিএনপি ঘোষিত ৩১
দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার সম্ভব
হবে। তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায়
জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। লিফলেট বিতরণ ও পথসভা শেষে স্থানীয় নেতাকর্মীরা
বাজারের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র
বিতরণ করেন। অনুষ্ঠানজুড়ে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।