বাউফলে বিএনপির লকডাউনবিরোধী বিক্ষোভ মিছিল

Date: 2025-11-13
news-banner

বাউফল পটুয়াখালী সংবাদদাতা : 

সারাদেশে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলের কালাইয়া বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মো. গিয়াসউদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কালাইয়া বানিজ্যিক কেন্দ্র থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি সিনেমা হল রোড হয়ে হাইস্কুল মোড় অতিক্রম করে প্যাদা রোডে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ।

মিছিল চলাকালে বিক্ষোভকারীরা আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান এবং কালাইয়াতে আওয়ামী লীগের লকডাউন চলবে না, এমন স্লোগানে এলাকা মুখর করে তোলেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা গাজী মো. গিয়াসউদ্দিন বলেন, আওয়ামী লীগের কোনো নাশকতা কালাইয়া বন্দরে করতে দেওয়া হবে না। সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থানীয়ভাবে বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে শেষ হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Leave Your Comments