বাউফল
(পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালী
বাউফল থানার বাউফল সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী যায়েদ মাহমুদ বাংলাদেশ জামায়াতে
ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুরর তিনি বাউফল উপজেলা জামায়াতে
ইসলামের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম
মাসুদের হাত ধরে যোগদান করেন।
যোগদানের
দিনই কাজী যায়েদ মাহমুদ পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী
ডা. শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং
কর্মকর্তা সালেহ আহমেদের কার্যালয়ে উপস্থিত হন। ওই সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সাথে মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়ায় অংশ
নেন।
সাংবাদিকদের
প্রশ্নের জবাবে যায়েদ মাহমুদ বলেন, তাঁর বাবা প্রায়ত শাহাজাদা মিয়া বাউফল উপজেলা বিএনপির
প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন এবং সর্বশেষ বাউফল উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব
পালন করেন। তিনি অভিযোগ করেন, একটি মিথ্যা অভিযোগের মাধ্যমে তাঁর বাবাকে আহ্বায়ক পদ
থেকে অব্যাহতি দিয়েছিলো বিএনপি। সেই বেদনা বুকে চেপে তিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী
দলের প্রতি অনুগত থেকেই রাজনীতি করে আসছেন। তবে দলে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের
যথাযথ মূল্যায়ন করা হয়নি। বরং যারা দলবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তাদেরই বিভিন্নভাবে
সম্মানিত করেছে বিএনপি। এই পরিস্থিতিতে তিনি বিএনপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ
করেন।