বাউফলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ লিটুর প্রচারণা

Date: 2025-11-09
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালী বাউফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ এ.কে.এম. মিজানুর রহমান লিটু।

রবিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার বৃহৎ বানিজ্য কেন্দ্র বগা বাজারের দোকানপাট ও সাধারণ মানুষের মধ্যে এ লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ শেষে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাবী করেও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ এ.কে.এম. মিজানুর রহমান লিটু বলেন, বিএনপি সব সময় জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে কাজ করে যাচ্ছে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির মাধ্যমে আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছি।

তিনি আরও বলেন, দেশের কৃষি, শিক্ষা, প্রশাসন ও অর্থনৈতিক খাতে কাঠামোগত সংস্কার এনে একটি টেকসই উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়েছে বিএনপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিজানুর রহমান লিটু বলেন, “বাউফল আসনে আমি মনোনয়ন প্রত্যাশী। তবে প্রার্থী যেই হোন, আমাদের সবার লক্ষ্য একটাই-দলের বিজয় নিশ্চিত করা। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

লিফলেট বিতরণে অন্যান্যদের মধ্যে অংশনেন বাউফল উপজেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট জাহাঙ্গীর হোসেন তারা, সদস্য সচিব মো. সোহেল আকন, যুগ্ম আহবায়ক বাউফল উপজেলা কৃষক দল সাইফুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

Leave Your Comments