বাউফলে গণ অধিকার পরিষদের মনোনয়ন ফরম সংগ্রহ

Date: 2025-12-26
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কা প্রতিকের মনোনয়ন ফরম ক্রয় করেছেন হাবিবুর রহমান হাবিব মাস্টার।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ এর কাছ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান বলেন, গণ অধিকার পরিষদ জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বদা সচেষ্ট। আসন্ন নির্বাচনে দল জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয় নিয়ে অংশগ্রহণ করবে। তারা আশা প্রকাশ করেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিকে নির্বাচিত করার সুযোগ পাবে।

ওই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ, পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদ সদস্য সচিব শাহআলম সিকদার, জেলা শ্রমিক অধিকার পরিষদ সভাপতি মো. ফারুক হাওলাদার, বাউফল উপজেলা গণ অধিকার পরিষদ সদস্য সচিব শাকিল আহমেদ, শ্রমিক অধিকার পরিষদ সভাপতি হালিম মোল্লা ও উপজেলা যুব অধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ।

Leave Your Comments