বাউফলে ঘড়ি মার্কার এমপি প্রার্থীর লিফলেট বিতরণ

Date: 2025-11-10
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী-২ বাউফল আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঘড়ি মার্কার প্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুসার নেতৃত্বে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকাল চারটার সময় উপজেলার কালাইয়া বন্দর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লিফলেট বিতরণ শেষে একটি মিছিল কালাইয়া বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপারি বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্যে প্রার্থী মুসা বলেন, অতীতে অনেক সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিলাসবহুল গাড়িতে চলেছেন, নিরাপত্তা প্রহরার কারণে সাধারণ মানুষ তাদের নাগালের বাইরে ছিলেন। আমি নির্বাচিত হলে জনগণের ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজখবর নেব। নিজেকে সংসদ সদস্য নয়, বরং জনগণের সেবক হিসেবে নিবেদন করব।”

তিনি আরও বলেন, আমরা বাউফল উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে ইভটিজিং, চাঁদাবাজি, দখলদারিত্ব ও টেন্ডারবাজির মতো অনৈতিক কর্মকাণ্ড থাকবে না। ধর্মপ্রাণ মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন কালাইয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হাজী আব্দুল খালেক। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা জাকির, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহ-সভাপতি মাওলানা নুরুল আমিন আজাদী, মদনপুরা ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় নেতাকর্মী, আলেম সমাজ ও সাধারণ জনগণ।

Leave Your Comments