বাউফল
(পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর
বাউফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের
গণসংযোগ কর্মসূচি প্রাণবন্ত হয়ে উঠেছে। বুধবার দুপুরে পীর সাহেব চরমোনাই-এর নির্দেশনায়
পটুয়াখালী-২ (বাউফল) আসনে দলীয় প্রার্থী মুফতী আব্দুল মালেক আনোয়ারী ব্যাপক গণসংযোগ
ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগের
অংশ হিসেবে তিনি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে সাধারণ মানুষের হাতে
লিফলেট তুলে দেন। পরে বাউফল সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি
বাউফলবাসীর প্রতি তাঁর অঙ্গীকার ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
মুফতী
আব্দুল মালেক আনোয়ারী বলেন, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যুক্ত থেকে সর্বদা
ইসলামী জীবনব্যবস্থার আলোকে মানুষ গঠন এবং মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে আসছি। একজন
জন-প্রতিনিধি হিসেবে সুযোগ পেলে আমি শিক্ষিত বেকার তরুণদের কর্মসংস্থানের জন্য বিশেষ
উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি কারিগরি ও মাদরাসা শিক্ষার বিকাশ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে
কর্মসংস্থান সহায়তা এবং সামাজিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর
ব্যবস্থা নেব।
তিনি
আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি, আধুনিকায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, নতুন
যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পটুয়াখালী জেলার সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা
নিশ্চিত করা, সর্বত্র রাস্তা-ঘাট উন্নয়ন করা, এবং অবহেলিত মানুষের চিকিৎসা নিশ্চিত
করতে একটি ৫০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে।
গণসংযোগ
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। আসন্ন নির্বাচনে
বাউফলবাসীর সমর্থন কামনা করেন মুফতী আব্দুল মালেক আনোয়ারী।