বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করেছেন সালেহ আহমেদ। বুধবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সদ্য বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম তার হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আগে বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম নবাগত ইউএনও সালেহ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে নতুন ইউএনও তার শিক্ষা জীবন, পারিবারিক পরিচয় এবং প্রশাসনিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।

23
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সালেহ আহমেদের জন্ম কুমিল্লা জেলায়। তিনি হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং ৩৭তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি দেশের বিভিন্ন জেলায় সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাউফলে যোগদানের আগে তিনি শরিয়তপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বে ছিলেন।
অন্যদিকে, বাউফলে এগারো মাস দায়িত্ব পালন শেষে ইউএনও আমিনুল ইসলাম বদলি হয়েছেন। তিনি এখন কুড়িগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।
বাউফলে নতুন উপজেলা নির্বাহী অফিসারকে স্বাগত জানিয়ে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।