বাউফলে কলসিভর্তি গাঁজাসহ নারী আটক

Date: 2025-12-03
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালীর বাউফলে বসতঘরের ভেতর লুকানো কলসিভর্তি গাঁজাসহ এক মধ্যবয়সী নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের পূর্ব নওমালা মৃধা বাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। একই সময় জাকির হোসেন নামে এক ক্রেতাকেও আটক করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে পূর্ব নওমালা আবুবকর মৃধার বাড়ি থেকে বের হচ্ছিলেন দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের দুলাল মেলকারের ছেলে জাকির হোসেন। তার আচরণ সন্দেহ হলে গ্রাম পুলিশ সদস্য মো. মহিউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় জাকির গ্রাম পুলিশকে অনৈতিক সুবিধা দেওয়ার প্রস্তাব দেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা তাকে আটক করলে তিনি নিজের কাছেই থাকা ২৫ গ্রাম গাঁজা বের করে দেন।0U2cSxy.jpeg

পরে বাউফল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুবকরের ঘরে তল্লাশি চালায়। তল্লাশিতে গোসলখানার পাশের মাটির নিচে পুঁতে রাখা একটি কলসিতে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আবুবকরের স্ত্রী রোকেয়াকে আটক করে পুলিশ।

উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দীন জানান, মাটির নিচে লুকিয়ে রাখা কলসি থেকে রোকেয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। তার স্বামী আবুবকর একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, আটক নারী রোকেয়া ও ক্রেতা জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। 

Leave Your Comments