বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :
বিএনপি চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও
গণতন্ত্রের পথিকৃৎ বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পটুয়াখালীর বাউফলে নেমে এসেছে শোকের
ছায়া। বেগম জিয়ার মৃত্যুর খবর দেশ-বিদিশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর
পরই তার রুহের মাগফিরাত কামনায় বাউফল উপজেলা বিএনপির কার্যালয়ে কোরআন খতমের আয়োজন
করা হয়।
বুধবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় কোরআন খতমের
আয়োজন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক সামুয়েল আহমেদ লেনিন। কোরআনখতমে উপজেলার
বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাসহ ৩০ জন হাফেজ অংশগ্রহণ।
বাউফল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও
কুয়েট ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোফাজ্জল হক শরীফ বলেন, বেগম
খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন কিংবা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না। তিনি ছিলেন
এ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকারের প্রতীক। তার তাঁর দীর্ঘ রাজনৈতিক
জীবনে আপসহীন নেতৃত্বের মধ্য দিয়েদেশ ও জাতির জন্য নিরলসভাবে কাজ করে গেছেন তিনি ।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমদ লেনিন
বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবক হারিয়েছে। খালেদা জিয়ার আদর্শ, সংগ্রাম ও
ত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য চিরদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
কোরআন খতমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল
উপজেলা বিএনপির সদস্য মোঃ তরিকুল ইসলাম মোস্তফা, সূর্যমনি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ
সম্পাদক গোলাম ফারুক মিন্টু, সূর্যমনি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন
সিকদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন
পর্যায়ের নেতা-কর্মীরা।
কোরআন তেলাওয়াত শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে বেগম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাউফল সরকারি
মডেল মাধ্যমিক বিদ্যালয় মসজিদের খতিব হাফেজ মো. সাইফুল ইসলাম। ওই সময় শোকসন্তপ্ত পরিবারের
প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং দেশ- জাতির শান্তি, কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের
জন্য বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। ইন্না
লিল্লাহি----রাজিউন। তাঁর মৃত্যুর খবর জানার পরে দেশ ও দেশের বাহিরের মানুষের মধ্যে
নেমে আশে শোকের ছায়া। বন্ধ করে দেওয়া হয় সরকারি বেসরকারি সকল অফিস আদালত। অন্তবর্তীকালিন
সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহম্মদ ইউনুস ঘোষনা করেন- তিন দিনের রাষ্ট্রীয়
শোক।