বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল পৌর শহরে
অসহায়, গরিব ও কর্মজীবী মানুষের দৈনন্দিন চলাচল সহজ করতে এবং দেশনেত্রী বেগম খালেদা
জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাউফল
পৌর ছাত্রদল। সংগঠনের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন রাস্তায় চলাচলের জন্য একটি অটো সম্পূর্ণ
বিনামূল্যে যাত্রী পরিবহন সেবা চালু করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে
বাউফল হাসপাতালের সামনে উদ্বোধনের মাধ্যমে সেবাটি শুরু করেন বাউফল পৌর ছাত্রদলের সাবেক
আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ। উদ্বোধন অনুষ্ঠানে পৌর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।
আয়োজক আব্দুল্লাহ আল ফাহাদ
বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আমরা এই ফ্রি
যাত্রী সেবা চালু করেছি। বাউফলের অসহায়, দুস্থ মানুষ প্রতিদিন চলাচলে অনেক কষ্টে পড়ে।
তাদের কষ্ট লাঘব করতেই আমাদের চেষ্টা। সামনে আমরা আরো কয়েকটি অটো ফ্রি সেবায় যুক্ত
করব এবং এটিকে নিয়মিত কার্যক্রম হিসেবে চালু রাখার চেষ্টা চলবে।
তিনি আরও বলেন, রাজনীতির উদ্দেশ্য
মানুষকে সেবা দেওয়া। আমাদের নেত্রী সবসময় মানবিক কাজকে উৎসাহ দিয়েছেন। সেই ধারাবাহিকতায়
ছাত্রদল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
স্থানীয় সাধারণ মানুষ এমন উদ্যোগকে
স্বাগত জানিয়ে বলেন, হাসপাতালে যাতায়াতকারী রোগী, বৃদ্ধ, নারী শ্রমিক ও নিম্ন আয়ের
মানুষ এ সেবায় উপকৃত হবেন।