বাউফলে কোন গ্রুপিং নয়; ধানের শীষই আমাদের লক্ষ্য

Date: 2025-12-27
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালী বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকালে কাগজীরপুল বাসস্টান্ডে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা শেষে বিএনপি নেতা হুমায়ন কবির শত শত নারী পুরুষ শিশু কিশোরদের নিয়ে বাসস্ট্যান্ড থেকে প্রায় ৩কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের বাসভবনে দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হন। বাউফল উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাকির হোসেন খানের সঞ্চালনায়

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হুমায়ন কবির বলেন, রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তবে দলের পক্ষ থেকে  পূর্বের সাংগঠনিক কার্যক্রম যাচাই-বাছাই শেষে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে। এ জন্য আমি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আজকের পর থেকে বাউফলে কোনো দলীয় গ্রুপিং থাকবে না। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ব্যক্তি নয়, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধানের শীষ প্রতীকই হবে আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে মাঠে নামার আহ্বান ও জানান তিনি।

আয়োজিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাকির হোসেন খান, বাউফল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, সদস্য সচিব মকবুল হোসেন চৌধুরী, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হিরন, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ১০ আগস্ট  বাউফল পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. হুমায়ুন কবিরকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেয় পটুয়াখালী জেলা বিএনপি। পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে চলতি বছরের ৩০ নভেম্বর স্বপদ ফিরিয়ে দেয় পটুয়াখালী জেলা বিএনপি।

Leave Your Comments