বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালী বাউফলে মো. খলিল মৃধা (৫৫) নামে
এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে
উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। খলিল মৃধা
ওই গ্রামের ৫নং ওয়ার্ডের আবুল হোসেন মৃধার ছেলে।
গ্রাম পুলিশ দফাদার মো. সিদ্দিকুর রহমান জানান,
খলিল মৃধা মানসিক ভারসম্যহীন থাকায় তার স্ত্রী তিন মেয়েকে নিয়ে ঢাকায় থাকেন। সে তার (খলিল) মায়ের সঙ্গে বাড়ীতে থাকতেন। ঘটনার দিন সকালে
খলিল তার মা লাল বিবিকে খাবারের জন্য দোকানে পাঠান। প্রথমে স্থানীয় নিলুফা বেগম নামে
এক নারী কাঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খলিলকে ঝুলতে দেখে চিৎকার করেন।
খাবার নিয়ে এসে তার মা দেখেন ছেলের ঝুলন্ত
মরদেহ। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে। নিহতের
মা লালবিবি জানান, আমার ছেলে চার বছর ধরে অসুস্থ্য। ঘরে ভাংচুর করে। নিজের গায়ে নিজে
কুপিয়ে যখম করে। সকালে আমি স্থানীয় দোকন থেকে খাবার আনতে গেলে এসে দেখি ঘরের পিছনের
কাঠাল গাছে গরুর রশি লাগিয়ে আত্মহত্যা করে। এর আগে কয়েকবার আত্মহত্যা করবে বলেও আমাকে
জানায়।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল
ইসলাম বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।