বাউফলে নকল স্টাম্প–সিল দিয়ে জাল দলিল তৈরি, যুবককে ১০ দিনের কারাদণ্ড

Date: 2025-11-23
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালীর বাউফলে নকল স্টাম্প ও সিল ব্যবহার করে জাল দলিল তৈরির অভিযোগে মো. তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের সাব-রেজিস্টার অফিসের সামনের একটি নামবিহীন কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে হাতে–নাতে আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণকারী আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ মিলু। দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম নওমালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলতাফ মাতুব্বরের ছেলে।ম্যাজিষ্ট্রেট সোহাগ মিলু বলেন, তরিকুল নকল স্ট্যাম্প ও সিল ব্যবহার করে বিভিন্ন ধরনের জাল কাগজপত্র তৈরি করছিলেন। এটি সরকারি কার্যক্রমে বাঁধা এবং প্রতারণার গুরুতর অপরাধ হওয়ায় মোবাইল কোর্টে তাৎক্ষণিক দণ্ড প্রদান করা হয়।

অভিযানের সময় পার্শ্ববর্তী হাসান কম্পিউটারের মালিক পালিয়ে গেলে প্রতিষ্ঠানটির কম্পিউটার জব্দ করা হয়। এছাড়া একটি মিষ্টির দোকানে খোলা খাবার বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।   

অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, প্রশাসনের এই তৎপরতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।  ডিজিটাল জালিয়াতি ও ভেজাল ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের একটি বার্তা পৌঁছে গেছে প্রতারক চক্রের কাছে। প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকলে অসাধু ব্যাবসায়ী ও প্রতারকচক্রের হাত থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ। 

Leave Your Comments