বাউফলে সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক তরিকুল সদস্য সচিব বাবুল

Date: 2026-01-09
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :

দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ও পেশাদার সংবাদ পরিবেশনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে বাউফল সাংবাদিক ইউনিয়নের ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় বাউফল পৌর শহরের হাসপাতাল রোডস্থ  বাউফল মাল্টিমিডিয়ার অস্থায়ী কার্যালয়ে এ কমিটি প্রকাশ করা হয়।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলা ৭১-এর বাউফল প্রতিনিধি মো. আবুল বশার। সভায় বাউফলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতির ভিত্তিতে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বাউফল প্রতিনিধি মো. তরিকুল ইসলাম মোস্তফা-কে আহ্বায়ক এবং দৈনিক জনতার সংবাদ পত্রিকার বাউফল প্রতিনিধি মো.বাবুল হোসাইন-কে সদস্য সচিব মনোনীত করা হয়। সভায় সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম (মোস্তফা) বলেন, একঝাঁক শিক্ষিত তরুন ও যুবকদের সমন্বয়ে বাউফল সাংবাদিক ইউনিয়ন জনগনের স্বার্থে গড়ে তোলা হয়েছে। যাদের বিরুদ্ধে থাকবেনা কোন ধরনের অভিযোগ কিংবা অপেশাদার কাজ। একটি সাংবাদিকবান্ধব ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ কাজ করা হবে। অতিদ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করারও কথা বলেন তিনি।

সভায় সদস্য সচিব মো.বাবুল হোসাইন বলেন, আমরা কোন সাংবাদিক সংগঠনের প্রতিপক্ষ না। আমাদের সংগঠনে মেধাবী, সৎ ও আদর্শবান সাংবাদিকদের গুরুত্ব দেওয়া হবে।  পেশাদারিত্ব বজায় রেখে বাউফলের এই সাংবাদিক ইউনিয়নকে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য সাংবাদিক সংগঠনে পরিণত করার ঘোষনাও দেন তিনি।

উল্লেখ্য- নবগঠিত সাংবাদিক ইউনিয়নে তিনজন উপদেষ্টা রাখা হয়েছে। তাঁরা হলেন- দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার প্রতিনিধি মু. ওহিদুজ্জামান সুপন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নাজিম উদ্দিন ও মাই টিভির বাউফল প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউক।  


তথ্য- বাংলাদেশের আলো/বাউফল প্রতিনিধি

Leave Your Comments