বাউফলের ইউএন আমিনুল ইসলামের শেষ কর্মদিবসে মানবিক উদ্যোগ

Date: 2025-12-02
news-banner
সোহেল গাজী, বাউফল(পটুয়াখালী) থেকে-
পটুয়াখালীর বাউফলে সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম দায়িত্ব হস্তান্তরের আগের শেষ কর্মদিবসেও রেখে গেলেন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। সোমবার (১ডিসেম্বর) গভীর রাতে তিনি বাউফল পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিব্রশীত উপেক্ষা করে অসহায় ও সহায় সম্বলহীন স্বল্প আয়ের মানুষের হাতে তুলে দিলেন শীতবস্ত্র।
বদলির আদেশ পাওয়ার পর সারাদিন দায়িত্ব হস্তান্তর সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ইউএনও আমিনুল ইসলাম। তবে দায়িত্ব ছাড়ার আগের রাতটি তিনি সাধারণ মানুষের জন্য কিছু করার জন্যই ব্যয় করতে চেয়েছিলেন। সোমবার  রাত ১১টার পর নিজ উদ্যোগে বেরিয়ে পড়েন উপজেলার বিভিন্ন এলাকায়। রাস্তায় থাকা গরিব, দুস্থ, বৃদ্ধ ও শীতের তিব্রতায় কাঁপতে থাকা মানুষগুলো কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
হঠাৎ গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক উপস্থিতি দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শীতবস্ত্র হাতে পেয়ে অসহায় মানুষদের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতা। তাদের মধ্যের একজন রিক্সা চালক জালাল প্যাদা বলেন, অন্ধকার রাতে এভাবে ইউএনও সাহেবের এসে আমাদের খোঁজ নেওয়া—এটা সত্যিই অবিশ্বাস্য। আমি রাতে থানার সামনে অপেক্ষা করি যাত্রীর আশায়। গভীর রাতে ঢাকা থেকে বাউফলগামী যাত্রীদের জন্য অপেক্ষা করি। কম্বলটি আমার সাথী হলো। স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ আমি। এরকম শতাধিক মানুষ তার প্রতি কৃতজ্ঞতা জানান। 
শেষ কর্মদিবস শেষ করে গভীর রাতে অসহায়দের খোঁজ নেওয়ার বিষয়ে ইউএনও আমিনুল ইসলাম বলেন-বাউফল আমার আপন জায়গা, এখানকার মানুষ আমার আপন মানুষ। দায়িত্ব পালনকালে সবসময় চেষ্টা করেছি তাদের পাশে থাকতে। শেষ রাতটিও মানুষের জন্য উৎসর্গ করেছি। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমার কর্মস্থলে যারা আসবেন তারাও সুবিধাবঞ্চিত মানুষের হয়ে কাজ করবেন। এখন কোন জনপ্রতিনিধি না থাকায় আমাদের অধিকতর দায়িত্ব পালন করতে হয়।
স্থানীয় সাংবাদিক সংগঠন সুশিল সংগঠন ও রাজনৈতিক নেতারা জানান- বাউফলে দায়িত্ব পালনকালে আমিনুল ইসলাম প্রশাসনিক দক্ষতা, উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি, শিক্ষা ও সামাজিক খাতে উল্লেখযোগ্য ভূমিকা এবং সাধারণ মানুষের সমস্যার তাৎক্ষণিক সমাধানে নিরলস ভাবে কাজ করে ব্যাপক প্রশংসা কুড়ান।
মানবিকতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার অনান্য উদাহরণ রেখে গেলেন তিনি। নতুন কর্মস্থলে যোগ দিতে বাউফল ছাড়লেও স্থানীয় মানুষের হৃদয়ে আমরণ জেগে থাকবেন অহর্নিশি।

Leave Your Comments