ব্যবসায়ীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

Date: 2025-12-13
news-banner

অনলাইন ডেক্স

গাজীপুরের টঙ্গীতে জে অ্যান্ড সন্স নামের একটি বিকাশ এজেন্টের বিক্রয় প্রতিনিধিকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে টঙ্গী আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিকাশ বিক্রয় প্রতিনিধি আরিফ হোসেন (২৬) ও আজাদ হোসেন (২৮) আহত হয়েছেন। গুলিবিদ্ধ আরিফ হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আজাদ হোসেন জানান, টঙ্গীবাজার ও আশপাশের এলাকার বিভিন্ন বিকাশ এজেন্টের দোকান থেকে টাকা কালেকশন করে তারা সন্ধ্যা সোয়া ৭টার দিকে আনারকলি রোড হয়ে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনে অবস্থিত জে অ্যান্ড সন্স বিকাশ এজেন্টের অফিসে যাচ্ছিলেন। এ সময় আনারকলি রোডের মাঝামাঝি পৌঁছালে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে।

দুর্বৃত্তরা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। একপর্যায়ে দুর্বৃত্তরা আরিফ হোসেনের বুকে এক রাউন্ড গুলি করে এবং আজাদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় আরিফ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদা সুলতানা জানান, গুলিবিদ্ধ আরিফ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত আজাদ হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তথ্য-বিডিপ্রতিদিন

Leave Your Comments