অনলাইন
ডেক্স:
১৫
বছরে পুলিশ দলীয় প্রভাবের কারণে নানা বিচ্যুতিতে জড়িয়েছে এবং কিছু গণবিরোধী কর্মকাণ্ডের
দায় বাহিনীর ওপর এসেছে। এসব থেকে বেরিয়ে এসে পুলিশকে পেশাদার ও নিরপেক্ষভাবে গড়ে তুলতে
গত এক বছর ধরে কাজ চলছে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার
(১০ জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে রংপুর বিভাগের
পুলিশ সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি। তিনি
বলেন, নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই বর্তমানে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিরপেক্ষভাবে
আইন প্রয়োগের জন্য তিনি সরকারের পূর্ণ সমর্থন কামনা করেন।
আইজিপি
জানান, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে ছয় লাখ আনসার এবং সেনাবাহিনীসহ
অন্যান্য বাহিনী দায়িত্ব পালন করবে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুলিশ সদস্যদের নির্বাচনী
প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বডি ক্যামেরা ও সব কেন্দ্রে সিসিটিভি
স্থাপন করা হবে।
তিনি
আরও বলেন, অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও হত্যাকাণ্ডসহ বড় অপরাধ কমাতে পুলিশ
সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জুলাই-আগস্টের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় মামলা
ও চার্জশিট দেওয়া হলেও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা একটি বড় সমস্যা।
তথ্যসূত্র-
বিডিপ্রতিদিন