বিজয় দিবসে এবারও হবেনা প্যারেড

Date: 2025-11-19
news-banner

অনলাইন ডেক্স

বিজয় দিবসে এ বছরও প্যারেড হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে বিজয় দিবসকে ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে তিনি স্পষ্ট করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শেখ হাসিনার মামলার রায়ের পর বা বিজয় দিবস উদযাপন নিয়ে কোনো নাশকতা বা অস্থিরতার আশঙ্কা নেই। বিজয় দিবস আগে যেভাবে পালিত হয়েছে, এবারও একইভাবে হবে। বরং আগের চেয়ে এবার কর্মসূচি আরও বাড়ানো হয়েছে। গতবার প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না।”

এক সাংবাদিককে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনাটি ঠিক হয়েছে কি না-এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই; তদন্ত করে পরে জানানো হবে।

গত বছরও জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়নি। এবারও একইভাবে কুচকাওয়াজের পরিবর্তে আয়োজন করা হবে ‘বিজয় মেলা’।

তথ্যসূত্র: কালেরকন্ঠ

Leave Your Comments