বিশ্বের শীর্ষ জলবায়ু গবেষণা ভেঙে দেওয়ার ঘোষণা ট্রাম্প প্রশাসনের

Date: 2025-12-17
news-banner

বিশ্ব ডেস্ক:

বিশ্বের অন্যতম প্রধান জলবায়ু গবেষণা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোসফেরিক রিসার্চ (এনসিএআর) ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পরিচালক রাস ভোগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, কেন্দ্রটির যেসব কার্যক্রম ‘জরুরি’ হিসেবে বিবেচিত হবে, সেগুলো অন্য কোনো সংস্থা বা স্থানে স্থানান্তর করা হবে। তিনি দাবি করেন, এনসিএআর দেশের অন্যতম বৃহৎ “জলবায়ু আতঙ্ক সৃষ্টিকারী উৎস”।

১৯৬০ সালে কলোরাডোর বোউল্ডারে সরকারি অর্থায়নে গবেষণা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান হিসেবে এনসিএআর প্রতিষ্ঠিত হয়। মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ভেঙে ফেলার কার্যক্রম অবিলম্বে শুরু হবে এবং এর গুরুত্বপূর্ণ মেসা ল্যাবরেটরি সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

এনসিএআর-এর বিশিষ্ট গবেষক ও জলবায়ু বিজ্ঞানী কেভিন ট্রেনবার্থ বলেন, এই ল্যাবরেটরি বন্ধ হয়ে গেলে বৈজ্ঞানিক গবেষণায় বড় ধরনের ক্ষতি হবে। বর্তমানে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অনারারি শিক্ষক ট্রেনবার্থ জানান, উন্নত জলবায়ু বিজ্ঞান উদ্ভাবনে এনসিএআর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ডেমোক্র্যাটিক পূর্বসূরি জো বাইডেনের সময় চালু হওয়া বিভিন্ন ক্লিন এনার্জি ও জলবায়ু উদ্যোগ প্রত্যাহারের উদ্যোগ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে ট্রাম্প বরাবরই সন্দিহান অবস্থান নিয়েছেন।

এর আগে, ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে একটি ‘কূটচাল’ হিসেবে উল্লেখ করেন এবং গত সেপ্টেম্বর জাতিসংঘে দেওয়া এক ভাষণে একে পৃথিবীর ইতিহাসের “সর্ববৃহৎ প্রতারণা” বলে আখ্যা দেন।


সূত্র: ওয়াশিংটন পোস্ট, এএফপি

Leave Your Comments