বিতর্কিত কিটক্যাট বাজার থেকে অপসারণের নির্দেশ

Date: 2025-12-16
news-banner

অনলাইন ডেক্স :

বিতর্কিত নেসলে কিটক্যাট চকলেটের একটি নির্দিষ্ট লট আগামী ২০২৬ সালের ২১ জানুয়ারির মধ্যে বাজার থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) জারি করা খাদ্য আদালতের এক আদেশে সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নেসলে বাংলাদেশের কিটক্যাট চকলেটের একটি লট বাজার থেকে অপসারণের নির্দেশ দেন ঢাকার একটি খাদ্য আদালত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান আদালতে দাখিল করা আবেদনে দাবি করেন, নেসলে বাংলাদেশ কর্তৃক বাজারজাত কিটক্যাট চকলেটটি অনিবন্ধিত, অননুমোদিত, অস্পষ্ট লেবেলযুক্ত এবং নিম্নমানের পণ্য।

আবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট পণ্যটি অনিরাপদ ও ভেজাল হওয়ায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে। এ অবস্থায় দেশের জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা, ভেজাল ও অনিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা ফেরাতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।

এ কারণে নেসলে বাংলাদেশকে বাজার থেকে ওই কিটক্যাট চকলেট প্রত্যাহার ও ধ্বংসের নির্দেশ দেওয়ার পাশাপাশি বিএসটিআইয়ের লাইসেন্স ও ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বাংলাদেশে নেসলে কিটক্যাট চকলেটের আমদানি, বিপণন ও বিক্রয় সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানানো হয়।

আদালত বিষয়টি আমলে নিয়ে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট লট বাজার থেকে অপসারণের নির্দেশ দেন।

 

তথ্য-কালেরকন্ঠ

Leave Your Comments