ফরিদপুর
সংবাদদাতা:
জেলা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্থানীয় বিরোধের জেরে সাইফুল ইসলাম (৪৮) নামে বিএনপির
এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোররাতে সদর ইউনিয়নের
জাটিগ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সাইফুল ইসলাম সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক
সম্পাদক ছিলেন। তিনি ব্রাহ্মণ জাটিগ্রামের হবি সরদারের ছেলে।
পুলিশ
জানায়, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাইফুল ইসলামের সঙ্গে একই গ্রামের জুয়েল
মিয়ার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরে ভোররাতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র
নিয়ে সাইফুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা সাইফুলকে ঘর থেকে ডেকে এনে কুপিয়ে ফেলে
রেখে গেলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ফরিদপুর
জেলা সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আজম খান বলেন, পূর্বশত্রুতার জেরে এই হামলার
ঘটনা ঘটেছে। ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যাদের গ্রেফতারে
অভিযান অব্যাহত আছে।