অনলাইন ডেক্স:
জেলা শরীয়তপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় সোহান বেপারী
নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার
(৮ জানুয়ারি) সকালে জাজিরা উপজেলার বিলাসপুর
ইউনিয়নের মুলাই বেপারীকান্দি এলাকায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানাগেছে, বিলাসপুর ইউনিয়নের
চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের অনুসারীদের মধ্যে
দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। প্রায়ই দুই পক্ষের মধ্যে
দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
ভোররাতে চেয়ারম্যান কুদ্দুস বেপারীর অনুসারী সাগর
বেপারীর সদ্য নির্মিত একটি বসতঘরে হাতবোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা
হচ্ছে। এতে ঘটনাস্থলেই সোহান বেপারীর মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হন। আহতদের উন্নত
চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাগর বেপারীর স্ত্রী শিল্পী বেগম বলেন, তার স্বামী
ভ্যান চালিয়ে এবং মানুষের সহযোগিতায় ঘরটি নির্মাণ করেছেন। কয়েকদিনের মধ্যেই সেখানে
ওঠার কথা ছিল। ভোরে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে পরে জানতে পারেন নতুন ঘরটিতে বিস্ফোরণের
ঘটনা ঘটেছে। ঘরে কোনো মালামাল না থাকায় ঘরিটিতে তালা দেওয়া হয়নি। কারা রাতে সেখানে
অবস্থান করেছিল, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
শরীয়তপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড
অপস) তানভীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে
দেখা হচ্ছে।
তথ্য-জাগোনিউজ/এম ডিউক