চাঁদপুর কচুয়ার সেই মনির হোসেন গ্রেফতার

Date: 2025-07-31
news-banner

অনলাইন ডেক্স: 

জেলা শহর চাঁদপুরের কচুয়া উপজেলার সাবেক প্রভাবশালী ইউপি চেয়ারম্যান মনির হোসেনকে গ্রেফতার করছে থানা পুলিশ। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মনির হোসেন ১ নম্বর সাচার ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে ক্ষমতার অপব্যাবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। নিজের নামেই গড়ে তুলেছেন বাহিনী। সেই বাহিনী প্দিয়ে প্রতিপক্ষ ওবিরোধীদলকে দমন চালাতেন। আওয়ামীলীগ সরকার পতনের পরে তিনি আত্মগোপনে ছিলেন।  পুলিশ  জানায়, মনির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারে কচুয়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। বিকেল ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) তাকে আদালতে উঠানো হবে। 


Leave Your Comments