অনলাইন ডেক্স:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
প্রতিদিনই রাস্তায় হাঁটুপানি জমে আটকা পড়ছে বিভিন্ন যানবাহন। বিশেষ করে
শহরের বেলে পুকুর এলাকায় বাসা-বাড়িতে ঢুকে পড়েছে পানি। বুধবার (২৩ জুলাই) খোঁজ নিয়ে জানা যায়, ড্রেনেজ ব্যবস্থা বেহাল অবস্থার
করণে অল্প বৃষ্টিতেই শহরের সোনার মোড়, বিশ্বরোড, বাতেন খাঁ মোড়সহ, বিভিন্ন
এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। তবে সব চেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন
শহরের বেলে পুকুর এলাকার বাসিন্দারা। তাদের বসতবাড়িতে ঢুকে যাচ্ছে পানি।
এতে নষ্ট হচ্ছে বাড়ির আসবাবপত্র।বেলে পুকুর এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন হোসেন বলেন, আমার দোতলা বাড়ি। গত
দুই মাস ধরে প্রথম তলায় বৃষ্টির পানি ঢুকে আছে। আমরা দোতলায় বসবাস করছি।
বাইরে যাওয়ার সুযোগ নেই। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বলেও ব্যবস্থা হয়নি। এই এলাকার বাসিন্দা রুমালি বেগম বলেন, চার বছর ধরে অল্প বৃষ্টিতে আমাদের
বাড়িতে পানি ঢুকে যায়। বসবাস করতে পারি না। বাড়ির মধ্যে হাঁটুপানি। স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান স্বজন বলেন, বাড়ির সামনে বৃষ্টির পানি জমে থাকার করণে আমাদের সন্তানরা স্কুলে যেতে পারে না। সুইটি বেগম নামের আরও একজন নারী বলেন, আমাদের বাড়ির সামনে সব সময় পানি
জমে থাকে। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে হয় কাঁধে করে। বাজার করতে
যেতে পারি না। একাধিকবার পৌরসভাকে জানালেও তারাও কোন পদক্ষেপ নেয়নি।