চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক বিরোধে ককটেল বিস্ফোরণ, আহত ৩ নারী

Date: 2025-11-18
news-banner

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:

জেলা চাঁপাইনবাবগঞ্জ শহরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন নারী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফকিরপাড়া পানির ট্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, আশিক এলাকার চাঁন মিয়ার ছেলে এবং রাব্বি চাঁন মিয়ার ছোট ভাই শহিদের ছেলে। আপন দুই চাচাতো ভাই আশিক ও রাব্বির দীর্ঘদিনের বিরোধের জেরে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিকট শব্দে চারপাশে আতঙ্ক সৃষ্টি হলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের  চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্ত করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave Your Comments